Headlines
Loading...
NSOU Exam from fill up 2022 || NSOU Subject Wise Rate chart || Netaji Subhas Open University exam form fill up process

NSOU Exam from fill up 2022 || NSOU Subject Wise Rate chart || Netaji Subhas Open University exam form fill up process

NSOU Exam from fill up 2022 || NSOU BDP Exam From Fill Up Subject Wise Rate chart.


 NSOU Exam form fill up করার আগে যেগুলো কাছে নিয়ে বসবেন বা সাইন আপ করার সময় যে ডকুমেন্টগুলো প্রয়োজন হবে সেগুলো হল:-

১- ENROLLMENT CARD

২- AADHAR CARD

৩- MOBILE NUMBER

৪- EMAIL ADDRESS

৫- ELECTIVE PAPER AND STUDY CENTRE NAME WITH CODE.




NSOU BDP Exam form fill up নিয়ে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা......

NSOU Exam form fill up এর সময়ে subject এর সব বা সঠিক box এ টিক চিহ্ন দিয়ে তবেই submit করবেন, টিক চিহ্ন যতো গুলো box এ দেবেন সেই সাবজেক্ট গুলোই NSOU exam form fill up হবে,... যদি টিক চিহ্ন দিতে ভুল করেন, যেমন - এক টা বা দুটো box টিক দিয়ে submit করে দিলেন সেগুলোই exam form fill up হবে বাকি paper গুলো আর হবে না, এই ভুল না হয় তাই আগে থেকেই জানিয়ে দেওয়া। যদি ও এগুলো আপনাদের দায়িত্ব তবুও বলে দিলাম.... 


◾1)NSOU BDP যারা 1st year student তারা সবাই NSOU exam form fill up করতে পারবেন, renewal করলেও পারবেন আর Renewal না করলেও পারবেন।


◾২)NSOU BDP 2nd year student 2024 তে 'বা' যে NSOU renewal 2024 র জন্য হয়েছিলো সেটা করে থাকলে অবশ্যই NSOU exam form fill up করতে পারবেন।


◾3)NSOU BDP 3rd year Student 2024 তে 'বা' যে NSOU renewal 2024 র জন্য হয়েছিলো সেটা করে থাকলে অবশ্যই NSOU exam form fill up করতে পারবেন।




◾4)যারা ভাবছেন আগের ইয়ার NSOU renewal গ্যাপ দিয়েছেন, আর যে renewal চলছে সেটা করে এবারে সব NSOU exam গুলো দেবেন পারবেন না, আপনি এখন renewal করে এই বছর সেই year এর exam গুলো দিতে পারবেন না। এখন renewal করলেন মানে আপনি পরের বছর exam দিতে পারবেন । যদি আপনি 1st year exam না দিয়ে এবারে 2 nd year ও 3rd year renewal এক সাথে করলেন, তাহলে আপনি এবারে শুধু 1st ইয়ার টা দিতে পারবেন, বাকি দুটো ইয়ার exam পরের বছর দিতে হবে । কারণ আপনি আগের ইয়ার NSOU renewal 3te phase এ হয়েছিলো এক বার ও করতে পারেন নি, মিস করেছিলেন সেজন্য।


Netaji Subhas Open University তে যে সমস্ত সাবজেক্ট গুলো আছে সমস্ত সাবজেক্ট এর এক্সামিনেশন Fee আলাদা আলাদা তাই আপনাদের সুবিধার্থে এই article এর মাধ্যমে সম্পূর্ণরূপে বোঝানো হয়েছে কোন সাবজেক্টের কত টাকা এক্সামিনেশন ফি লাগছে।

এই আর্টিকেলটা শুধুমাত্র নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের BDP BACHELOR DEGREE PROGRAM কোর্সের জন্য। 

নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় যখন কোন সাবজেক্টের পরীক্ষার ফি বারা কমা করবে তখন এই পোষ্টের মাধ্যমে আপডেট পেয়ে যাবেন।

NSOU BDP  EXAM FEES. .........

           ( 2024 Term End Exam )




BDP (Bachelor Degree Programme )Exam Form FILLUP FEES, SUBJECT অনুযায়ী প্রতিটি সাবজেক্ট এর fees নিচে দেখুন ....


 Online Form fillup শুরু .........

◾100 mark's ➖প্রতি থিওরী পেপার =105 টাকা

◾50 Mark's ➖প্রতি থিওরী পেপার=75 টাকা

◾ THEORY PAPER পরীক্ষার জন্য প্রতি সেশন ফি =100 টাকা। (এখানে session মানে সেমিস্টার কে বোঝাচ্ছে, তার মানে 1year হলো দুটো session বা সেমিস্টার, তাই 200 লাগবে Exam processing fee )। 

⚫প্রতি সেশন (2 semester =1year)

◾ NSOU Online exam processing fee থিওরীর জন্য যাদের Admission ইয়ার 2018, 2019, 2020 =200 টাকা লাগবে ।

⚫Practical.. 

●●50 Mark's ➖প্রতি Practical  পেপার =100 টাকা

●●100 Mark's➖প্রতি Practical  পেপার =200 টাকা

◾প্রতি সেশন Online Exam processing fee  Practical জন্য =100 টাকা 




■■ NSOU ONLINE Theory EXAM PROCESSING FEE  200 টাকা লাগবে 2014 থেকে admission যাদের সেই হিসাবে fees Structure দিলাম ◾◾


NSOU Arts সাবজেক্ট 

...Bengali ...

...History. ...

...Pol science. ..

...English. ..

...এডুকেশন. .

...Public Administration...

... ECONOMICS....

...SOCIOLOGY.... 

● 1st year. ...740

●2nd year. ..725

●3rd year. ..830





NSOU Commerce (b..com)

1st year. ...740

●2nd year. ..725

●3rd year. ..830

(50 করে পেপার থাকলে commerce subject এ আরো 45 টাকা add হবে প্রত্যেক ইয়ার এ) 




NSOU Science subject 

(science subject এর practical এর উপরে টাকা একটু এদিক ওদিক হতে পারে Form fill up এর সময়ে দেখতে পাবে কত লাগবে) 

.....Physics....

.....Chemistry...

.....Geography. .. 

(practical অনুযায়ী fees হবে ) 

1st year. ....1130

2nd year. ...1010

3rd year. ...665

...Zoology

..BOTANY

(PRACTICAL অনুযায়ী fees হবে ) 

1st year....1130

2nd year...1110 

3rd year....590


MATH (EMT16 SELECT এর উপরে 2ND & 3RD YEAR FEES আলাদা হতে পারে )...

1ST YEAR-->905 taka

2ND YEAR --> 785 taka (যাদের S3 প্যাক্টিক্যাল নেই)

●1085.. (যাদের Subsidiary physics 3rd year er ..S3 পেপার  প্যাক্টিক্যাল আছে)

3RD YEAR. ..

●835 (যাদের পলিটিক্যাল সায়েন্স Subsidiary  পেপার )

●750 ..(যাদের ফিজিক্স Subsidiary  পেপার ) 

আশা করব আপনারা প্রত্যেকেই সম্পূর্ণ ব্যাপারটা ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছেন। কোনো রকম কোনো অসুবিধা হলে আপনারা এই পোষ্টের নিচে মন্তব্য করতে পারেন আমরা অবশ্যই আপনাদের উত্তর দেব।

#exam challenger institute

●(যারা 2016, 17 সালে NSOU তে ADMISSION নিয়েছেন তারা BOTH SESSION এক সাথে EXAM দিলে THEORY জন্য ONLINE EXAM PROCESSING FEE 100 টাকা লাগবে ....)

























1- NSOU BDP exam form fill up 2020

2- Netaji Subhas Open University e online exam form fill up process.

3- Netaji Subhas Open University BDP online exam subject wise rate chart.

প্রিয় ছাত্র ছাত্রী আপনাদের পরীক্ষার ফরম ফিলাপ করার সময় যদি কোন সমস্যা সম্মুখীন হয়ে থাকেন আপনারা অতিসত্বর এই নাম্বারে    8116071097  হোয়াটসঅ্যাপ করবেন অবশ্যই আপনাদেরকে সাহায্য করা হবে।




[Assignment][recentmag]