Headlines
Loading...
NSOU UG BDP PG Exam Form Fill Up Process Step By Step 2022

NSOU UG BDP PG Exam Form Fill Up Process Step By Step 2022

 Exam form fill-up কি করে করবেন?



BDP & UGDP FORM FILL UP NOTICE....

👉Term End Exam - সব year এর জন্য exam form fill up নোটিশ ।

◾ Form fill up শুরু :18/04/2022 (1pm)

◾Form fill up শেষ :25 /04/2022 (1pm)

◾Fees জমা শেষ তারিখ :26/04/2022 (1pm) পর্যন্ত ।


সবার প্রথমে বলি link প্রবেশ করার পর কি কি করতে হবে!

ONLINE BDP &  UG TERM END EXAMINATION  FORM FILLUP NOTICE : 

FORM FILLUP  START : 18 APRIL, 2022 AT 1 PM.

CLOSE : 25 APRIL , 2022

AT 1 PM.  

EXAM FORM FILLUP LINK : Click here

📑সবার প্রথমে কিন্তু link এ ঢুকে আগে sing-up করতে হবে। sing-up করলে তারপরে university আপনাকে user-id আর password দেবে। এটা দিয়েই log-in করে বাকি কাজ করতে হবে।


📑এবার প্রশ্ন কি করে করবেন sing-up?আর কি কি লাগবে?

📑link a প্রবেশ sing-up করতে যেটা লাগবে তা হল আপনার enrollment namber এবং আপনার date of birth.(enrollment namber যে date of birth থাকবে সেটাই দেবেন)

enrollment namber টা দুবার দিতে হবে।

📑এর পরে study center code দিতে হবে। যা নিচে drop down menu তে দেওয় থাকবে সেখান থেকে দেখে সিলক্ট করে নেবেন।

📑 তারপর আপনার Elective subjects এর কোড এটাও drop down menu তে দেওয়া থাকবে সেখান থেকে sociology দেখে সিলেক্ট করে নেবেন।

📑তারপর আপনার registered mobil namber টা দেবেন যেটা আপনি ভর্তি হবার সময় দিয়েছিলেন।

 📑তারপর আপনি একটি alternative namber দিতে পারেন। যদি আপনার registered mobil namber না থাবে তবে এটা দিতে পারেন।


📑আর যদি আপনি alternative namber দিতে না চান মানে আপনি ওই একটাই সম্বর দিতে চান তবে এই alternative namber এর ঘরে 99999 লিখবেন যার মানে "NO NEED"

📑মোটকথা এই ঘর ফাঁকা রাখতে পারবেননা। হয় অন্য কোন নম্বর দিন নয় 99999 দিতে হবে।

📑এর পর আপনার Email id দেবেন

📑 তারপর আপনার আঁধার নম্বর দেবেন।

📑এবার submit করার আগে একবার দেখে নেবেন ওপরের সব ঠিক দিয়েছেন কিনা সব ঠিক থাকলে submit করুন।

submit করার সাথে সাথে university আপনাকে  আপনার নম্বরে sms এবং mail করে আপনান user-id এবং password পাঠিয়ে দেবে।

 📑এবার এই user-id এবং password দিয়ে log-in করুন।

 log-in করলেই একটি পেজ চলে আসবে আপনি যে যে বিষয় পরীক্ষা দিতে চান তাতে টিক দিন যেহেতু সব বিষয়েই exam দেবেন তাই all tick করবেন।

➡️ যদি all tick দেবার পর আপনার "RND" দেখায় তার মানে (renewal not done) আপনি 1st year a renewal করেননি।আর যদি তা না করে থাকেন তবে আপনি এই exam form fill-up করতে পারবেননা। আগে renewal করতে হবে তারপর exam form fill-up করতে পারবেন।

 📑আর যারা (1st year a) renewal করেছেন তাদের কিছুই দেখাবেনা আপনারা all tick করে ভালোকরে দেখে নেবেন সব সাবজেক্টস টিক হল কিনা।

কারন একবার যদি submit ok করে দেন তবে কিন্তু আর ঠিক করতে পারবেননা। তাই সব দেখে ok submit করে payment করুন। payment করার সময় transactions id অবশ্যই নোট করুন বা কপি করে রাখবেন।

📑এবার আগের বার অনেকের একটা সমস্যা হয়েছিল যে দুবার টাকা কেটে নিয়েছিল। সেক্ষেত্রে university বলছে যদি প্রথম বার আপনার টাকা কেটে নিয়েছে কিন্তু form fill-up not done দেখায় মানে ফর্ম-ফিলাপ হয়নি দেখায় তবে সঙ্গে সঙ্গে আবার payment করতে যাবেন না। অন্তত ২৪ ঘন্টা অপেক্ষা করুন। university  sarver সমস্যা হলে অনেক সময় একটু লেট হতে পারে তবে সধারনত আপনার payment করা হলে সঙ্গে সঙ্গে form fill-up successfully  done দেখাবে। কিন্তু সমস্যা হলে একটু অপেক্ষা করে নেবেন।


📑এবার তাহলে যারা গতবছর renewal করেননি তারা কি করবেন? যেহেতু আরো একবার 2nd chance দিয়েছিল তখনও যারা renewal করেননি তারা এই exam form fill-up করতে পারবেননা তার আগে আপনাকে renewal করতে হবে। according to university renewal এর জন্য 3rd chance খুবই তারাতারি দেব।

[Assignment][recentmag]