
NSOU - REVIEW SYSTEM - নেই, RTI আছে|
To
The Controller of Exam
Salt Lake City, Kolkata 64
University এর মেন campus এ
Sub :Right to information Act 2005
এবার আপনি যদি একটা পেপারে বা দুটো পেপারে RTI করতে চান সেগুলো mention করবেন। এর সাথে RTI Form Fill up করবেন, ওয়েবসাইট এ RTI form আছে, Form এ 10 টাকার court fee দেবেন (court এ কিনতে পাওয়া যায়, 1টা পেপার দেখতে চাইলে একটা 10 টাকার court fee দেবেন, দুটো পেপার হলে দুটো 10 টাকার court fee দেবেন ), RTI form এ পেস্ট করে সব ডকুমেন্ট Xerox attached করে দেবেন, তার পর speed post করে দেবেন, বা direct University তে জমা দিয়ে আসবেন, speed post করলে মোট খরচ পড়বে 60/70 টাকার মতো।।
তার পর ইউনিভার্সিটি দু মাসের মধ্যে আপনাকে বাড়িতে লেটার পাঠাবে খাতা দেখতে ইউনিভার্সিটি তে যাওয়ার জন্য।।
ইউনিভার্সিটি তে কথা বলে তারপর যদি university draft কাটতে বলে তারপর কাটতে হবে, BPL হলে টাকা লাগে না। তবে BPL ডকুমেন্ট submit করতে হবে।
তখন per পেপার 1000 টাকা Draft কাটতে হবে . . . . . .
1ta পেপার হলে -1000
2 টো পেপার হলে -2000
নম্বর তখনই বাড়বে যদি Counting এ ভুল হয় বা কোন উত্তর এ নম্বর না পড়ে বা আপনি Challenge করতে পারেন আপনি যে উত্তর লিখেছেন সেটা 2/3 নম্বর দিয়েছে সেখানে বেশি পাবার যোগ্য।।