
NETAJI SUBHAS OPEN UNIVERSITY CERTIFICATE VALUE
Nsou_student_বলে নিজেকে দুর্বল_ভাবছেন?
তাহলে এটা পড়ুন
1) সফলভাবে কোনাে কোর্স বা প্রােগ্রাম শেষ করার পর nsou শিক্ষার্থীদের প্রাপ্ত বি.এ./বি.কম./বি.এসসি. ডিগ্রি দেশের অন্য যে কোনাে স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের সমতুল।
2- গ্রহণযোগ্যতা --পশ্চিমবঙ্গ সরকার, কলেজ-সার্ভিস কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, রেলওয়ে রিক্রুটমেন্ট বাের্ড প্রভৃতি নিয়ােগ সংস্থাগুলি অন্যান্য নিয়মিত
বিশ্ববিদ্যালয়গুলি থেকে প্রাপ্ত ডিগ্রির সমতুল মর্যাদা দেয়।
3) অন্যান্য_সুযোগ -- অন্যান্য রাজ্যস্তরের বিশ্ববিদ্যালয়গুলিও মুক্ত
বিশ্ববিদ্যালয়ের তথা নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্নাতকদের বিভিন্ন স্নাতকোত্তর স্তরে ভর্তির সুযােগ
দেয়। অর্থাৎ এই বিশ্ববিদ্যালয়ের স্নাতক ডিগ্রি অন্য বিশ্ববিদ্যালয়গুলিতেও মান্যতা পায়। I8
ডিগ্রি ও স্বীকৃতি
সাফল্যের সঙ্গে প্রােগ্রামগুলি সম্পূর্ণ করার পরে শিক্ষার্থীরা টার্ম-এন্ড পরীক্ষার কৃতিত্বের ভিত্তিতে
বএ/বি.কম./ বি.এসসি. ডিগ্রি লাভ করতে পারেন।
বিশ্ববিদ্যালয় প্রদত্ত ডিগ্রিগুলি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি আয়ােগ, দূরশিক্ষা পদ এবং পশ্চিমবঙ্গ সরকার দ্বারা
স্বীকৃত।
- এই স্বীকৃতিরসরকারিআদেশনামাগুলি নিম্নরূপ
• University Grants Commission (UGC) u/s 2(1) vide letter No.F.9-2-97 (CPP-I) dated 26
August, 1998.
০ Distance Education Council (DEC) vide letter No.f:DEC/OU/Recog/2008 dated 8 April,
2008 and there after UGC-DEB.
• Govt. of West Bengal vide letter No.316-SE(Aptt.) dated 21 March 2000 and 501-SE(A)/
1OM-51/99 dated 15 May 2000.
০ UGC-DEB for offering programmes through Distance Mode for Academic Year 2018-19
| to 2022-23 vide F. No. 1–6/2018 (DEB-I) dated 09.08.2018 & 03.10.2018 and F.No.
|-18/2018 (DEB-) date
d 31.12.2018.
সবশেষে বলি হিনমন্যতায় ভুগবেন না,, আপনার কাজ আপনি করুন, সফলতা আসবেই।
===========================*===
ধন্যবাদান্তে upload365 Yt
সূত্র ও কৃতজ্ঞতা : NSOU BDP PROSPECTUS 2019