Headlines
Loading...

WELCOME TO NETAJI SUBHAS OPEN UNIVERCITY


আজকের বিষয় হচ্ছে কি কি বিষয়ে আপনারা MA এ বা PG কোর্স করতে পারবেন 
নেতাজী সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে।





  1. চলুন জেনে নেওয়া যাক


পোস্ট গ্রাজুয়েট এর সাইন্স সাবজেক্ট এর মধ্যে 
ম্যাথামেটিক্স
 জিওগ্রাফি 
জিয়োলজি
 এসব গুলো আপনারা করতে পারবেন এবার আর একটা কথা বলে রাখি এই সাইন্স সাবজেক্ট গুলো তে MSC করতে গেলে গ্রাজুয়েশনে অনার্স লাগবে।



জিওগ্রাফি এবং জিওলজি মেরিট লিস্ট অনুযায়ী কাউন্সেলিং করে এডমিশন হয় সেদিকে খেয়াল রাখতে হবে আপনাদেরকে
 জিওগ্রাফি এবং জিওলজি 100 থেকে 125 সিসি থাকে 4 থেকে 5 টা স্টাডি সেন্টার আছে এই সাবজেক্ট এর জন্য তার মধ্যে দুটো মেরিট লিস্ট হয় নেতাজী সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় এর স্টুডেন্ট এবং অন্যান্য ইউনিভার্সিটি স্টুডেন্ট।

আর্টস সাবজেক্ট এর মধ্যে আপনারা যে যে বিষয়গুলো পড়তে পারবেন সেগুলো হচ্ছে বাংলা
 ইতিহাস
 ইংরেজি
 ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং 
পল সাইন্স 
এডুকেশন 
পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন 
এই সাবজেক্ট গুলোর ক্ষেত্রে অনার্স লাগবে তার কোনো মানে নেই পাশে পড়লেO MA করতে পারবেন।

M.COM
 BLIS
MSW
 এই সাবজেক্ট গুলো NSOUতে পোস্ট গ্র্যাজুয়েট(PG) কোর্স আছে আপনারা বাকি প্রশ্নগুলো উত্তর পেয়ে যাবেন আমাদের ইউটিউব চ্যানেল ফলো করতে পারেন।

কোন ডাউট থাকলে আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ
 

ফাইনাল পরীক্ষার নোট, সাজেসন সম্পর্কে জানতে যোগাযোগ করুন 🔻






[Assignment][recentmag]