Headlines
Loading...
Netaji Subhas Open University || Nsou BDP  PG Renewal process Step by Step

Netaji Subhas Open University || Nsou BDP PG Renewal process Step by Step



Welcome to NSOU On-line Application for Renewal to BDP and PG Courses.

Nsou BDP & PG Renewal process Step by Step 2020

Renewal সংক্রান্ত তথ্য প্রথম বর্ষ(2020-21ব্যাচ)l
নেতাজী সুভাষ ওপেন ইউনিভার্সিটির বিডিপি রেনুয়াল সম্পর্কে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর
*✍️ইউনিভার্সিটির বিডিপি রেনুয়াল কারা করবেন?*
*✅ নেতাজী সুভাষ ওপেন ইউনিভার্সিটির প্রথম বর্ষের(2020-21ব্যাচ/গতবছর 2020সালে যারা ইউনিভার্সিটিতে এডমিশন নিয়েছেন)সকল শিক্ষার্থীদের রেনুয়াল করা বাধ্যতামূলক।* 
*✍️রেনুয়াল কি?* 
*✅রেনুয়াল হলো RUNNING YEAR থেকে NEXT YEAR এর জন্য ADMISSION PROCESS.অর্থাৎ আপনাদের জন্য প্রথম বর্ষ থেকে দ্বিতীয় বর্ষের ভর্তি প্রক্রিয়া।প্রতি বছর RUNNING YEAR এর FINAL EXAM COMPLETE হওয়ার আগেই রেনুয়াল প্রক্রিয়াটি সম্পন্ন হয়।* 
*✍️রেনুয়াল কেনো করাবেন?*
*✅আপনি যদি এখন রেনুয়াল করে নেন তাহলে পরের বছর অর্থাৎ দ্বিতীয় বর্ষের জন্য এডমিশন হয়ে থাকলেন, এবছর অর্থাৎ প্রথম বর্ষে যদি আপনি কোনো কারনে EXAM না দেন/দিতে না পারেন,বা EXAM দিয়েও FAIL করে যান তাহলে আপনার যদি রেনুয়াল করা থাকে তো আপনি দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ হতে পারবেন।*
*👉👉সেক্ষেত্রে অবশ্যই মনে রাখবেন  দ্বিতীয় বর্ষের FINAL EXAM এর সঙ্গে সঙ্গে আপনাকে প্রথম বর্ষের FINAL EXAM(আপনি যে বিষয়গুলোর পরীক্ষা দেবেন না/দিতে পারবেন না বা, যে বিষয়গুলোতে FAIL করবেন) দিতে হবে।*
*✍️আপনারা যদি এখন রেনুয়াল না করেন, তাহলে সমস্যা কি হবে?*
*✅আপনারা যদি ইউনিভার্সিটির বিডিপি রেনুয়াল এর লাস্ট ডেট 31/07/21 এর মধ্যে রেনুয়াল  না করেন বা, করতে না পারেন, তাহলে আপনাদেরকে রেনুয়াল এর 2ND PHASE এর জন্য অপেক্ষা করতে হবে, ইউনিভার্সিটি যদি রেনুয়াল এর জন্য দ্বিতীয় সুযোগ না দেয় তাহলে আপনারা নেক্সট ইয়ারের জন্য অর্থাৎ সেকেন্ড ইয়ারে জন্য  ELIGIBLE হবেন না। আপনাদের একবছর সময় নষ্ট হয়ে যাবে।অর্থাৎ আপনারা একবছর পিছিয়ে যাবেন।*
*🔰🔰ফোন নাম্বার ও ইমেল আইডি চেঞ্জ এর ক্ষেত্রে অবশ্যই মনে রাখবেন, আপনারা যদি রেনুয়াল এর রেজিস্ট্রেশন ও রেনুয়াল ফিজ জমা করার পর ফোন নাম্বার ও ইমেল আইডি পরিবর্তন করতে চান,তাহলে কিন্ত  আপনারা ফোন নাম্বার ও ইমেল আইডি চেঞ্জ করতে পারবেন না।আপনাদের প্রথমেই ফোন নাম্বার ও মেল আইডি চেঞ্জ করে নিতে হবে।🔰*
*👉👉রেনুয়াল করার জন্য প্রয়োজনীয় ডকোমেন্টস:-*
*1.এনরোলমেন্ট নাম্বার(ENROLLMENT NO)*
*2.জন্ম তারিখ(DOB)* 
*অনলাইন রেজিস্ট্রেশন* -


NSOU RENEWAL FEES SUBJECT WISE 
➡️1.বাংলা(EBG) -2700/-
➡️2.ইংরেজী(EEG) -2700/-
➡️3.ইতিহাস(EHI) -2700/-
➡️4.পলিটিক্যাল সায়েন্স(EPS) -2700/-
➡️5.এডুকেশন(EED) -2700/-
➡️6.পাবলিক এডমিনিস্ট্রেশন(EPA) -2700/-
➡️7.সোসিওলজি(ESO) -2700/-
➡️8.কমার্স(ECO) -2700/-
➡️9.ইকোনমি(EEC) -2700/-
➡️10.ফিজিক্স(EPH) -3700/-
➡️11.জুলজি (EZO) -4866/-
➡️12.বোটানি(EBT) -4866/-
➡️*13.গনিত(EMT) -
♦SUBSIDIARY PAPER WAYS RENEWAL FEES♦
A.পলিটিক্যাল সায়েন্স(SPS) -3700/-
B.ফিজিক্স(SPH) -4866/-
➡️14.ভূগোল(EGR) -3700/-
➡️15.কেমিস্ট্রি(ECH) -3700/-
*✳️✳️আপনারা  আপনাদের এনরোলমেন্ট নাম্বার(ENROLLMENT NO)জানতে নীচে দেওয়া লিঙ্কে ক্লিক করে,প্রথম বর্ষের স্টুডেন্টশিপ  সার্টিফিকেট ও এস.এল.এম(SLM)স্লিপ ডাউনলোড করে নিন,আপনারা প্রথম বর্ষের এস.এল.এম(SLM) স্লিপ থেকেই এনরোলমেন্ট নাম্বার পেয়ে যাবেন।*
*💠💠 আপনারা যদি অফলাইন মোডে এলাহাবাদ ব্যাঙ্কের(যেকোনো শাখা)মাধ্যমে রেনুয়াল ফিজ জমা করেন, তাহলে আপনাদের ব্যাঙ্ক চার্জ লাগবে মাত্র-35টাকা।*
*✴️✴️আপনারা যদি অনলাইনে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড ,ডেবিট কার্ড+ এটিএম পিন ও ইন্টারনেট ব্যাঙ্কিং এর মাধ্যমে রেনুয়াল ফিজ জমা করেন, সেক্ষেত্রে আপনারা যে ব্যাঙ্কের ডেবিট কার্ড,ক্রেডিট কার্ড,ডেবিট কার্ড+এটিএম পিন ও ইন্টারনেট ব্যাঙ্কিং ব্যবহার করবেন, সেই ব্যাঙ্ক নির্ধারন করবে রেনুয়াল ফিজ জমা করার জন্য তারা আপনার কাছে  কতটাকা চার্জ নেবে।*
*❇️❇️আপনারা অবশ্যই চেষ্টা করবেন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ডেবিট কার্ড(SBI RUPAY CARD)থেকে রেনুয়াল ফিজ জমা করতে, আপনারা যদি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ডেবিট কার্ড(SBI RUPAY CARD)থেকে রেনুয়াল ফিজ পেমেন্ট করেন, তাহলে আপনাদের অতিরিক্ত ব্যাঙ্ক চার্জ দিতে হবে না।*
*✅✅➡️নীচের লিঙ্ক থেকে আপনারা আপনাদের প্রথম বর্ষের স্টুডেন্টশিপ সার্টিফিকেট ও এস.এল.এম(SLM)স্লিপ ডাউনলোড করতে পারবেন।*




First of all open your favourite browser like Google Chrome. Then search Netaji Subhas Open University
👇👇👇👇👇👇



Click on the first link to continue
👇👇👇👇👇👇



Click on the BDP online renewal website
👇👇👇👇👇👇


If you be DP candidate so click here to BDP renewal

And if you PG candidate so click here for PG renewal
👇👇👇👇👇👇



Click on the selected link like click here to apply online for BDP renewal
👇👇👇👇👇👇



Then click here To renewal for BDP courses
👇👇👇👇👇👇



There are two option like enter your enrollment number and select your date of birth feel the details then click next button
👇👇👇👇👇👇



👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇




This is your renewal form where you can see all your details.  If there is any mistake here, you can correct it, such as change the mobile number, e-mail.
👇👇👇👇👇👇



এখানে আপনি দুটো পদ্ধতির মাধ্যমে পেমেন্ট করতে পারবেন যেমন প্রথমটি হচ্ছে অনলাইনের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন দ্বিতীয়টি হচ্ছে অফলাইন এর মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। এই দুটির মধ্যে আপনি যেটা ভালো বুঝবেন তার মাধ্যমে পেমেন্ট করবেন
 Here you can pay through two methods, the first is to pay online, the second is to pay offline.  Between these two you will pay through what you understand best
👇👇👇👇👇👇👇👇👇👇👇👇



অনলাইনে পেমেন্ট করতে চাইলে অনলাইন পেমেন্ট অপশনে ক্লিক করলে এই অপশনটি শো করবে। এবং এখানে আপনাকে ক্লিক করতে হবে
If you want to pay online, clicking on the online payment option will show this option.  And here you have to click

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇


এবার আপনার পালা পেমেন্ট করার পেমেন্ট করার জন্য সব সময় ডেবিট কার্ড দিয়ে পেমেন্ট করার চেষ্টা করুন যেটাকে আমরা সোজা ভাষায় এটিএম কার্ড বলে থাকি। এখানে যে সমস্ত ডিটেলস গুলো চাইবে যেমন কার্ড নাম্বার এক্সপায়ার ডেট এবং সিভিভি নাম্বার এবং কার্ড হোল্ডার নেম এগুলো সম্পূর্ণ ফিলাপ করার পর মেক পেমেন্ট অপশনে ক্লিক করতে হবে
Now it is your turn to try to make payment with debit card all the time which we call ATM card in plain language.  Here you have to fill in all the details like card number, expiry date and CVV number and card holder name and then click on Make Payment option.
👇👇👇👇👇👇👇👇👇👇👇👇



উদাহরণ হিসেবে এখানে একটি এটিএম কার্ডের ছবি তুলে আপনাদেরকে দেখানো হলো যেমন এই এটিএম কার্ড এ একাউন্ট হোল্ডার নেম কার্ড নাম্বার এক্সপায়ার ডেট এবং সিভিভি নাম্বার উদাহরণ হিসেবে দেওয়া হল

Here is an example of an ATM card with an account holder name card number expiration date and CVV number as an example.
👇👇👇👇👇👇👇👇👇👇👇👇


When all the details are filled, click on Make Payment, then an OTP will come to your registration mobile number. You have to put that OTP here and then you have to submit it.  Then you will see that your renewal process is complete
সমস্ত ডিটেইলস যখন ফিল করা হয়ে যাবে তখন মেক পেমেন্ট এ ক্লিক করবেন তারপরে আপনার রেজিস্ট্রেশন মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে সেই ওটিপি টা এখানে বসাতে হবে তারপরে সাবমিট করতে হবে। তারপরই দেখবেন আপনার রিনুয়াল প্রসেস কমপ্লিট হয়ে গেছে
👇👇👇👇👇👇👇👇👇👇👇👇




তারপরে আপনাদের সামনে এরকম একটা উইন্ডোজ ওপেন হবে যেখানে লেখা থাকবে click here to generate student certificate print confirmation receipt and receipt of slms
👇👇👇👇👇👇👇👇👇👇👇👇


This is your renewal form.  When you go to college to bring books, you must take this form with you because you will be given study materials after seeing this form. So everyone should take this form with them when they go to bring study materials.
👇👇👇👇👇👇👇👇👇👇👇👇


Print the enrollment certificate in two copies, keep one copy with you carefully and submit another copy to the college.

এনরলমেন্ট সার্টিফিকেট টা দুই কপি প্রিন্ট করবেন একটা কপি আপনার কাছে রেখে দেবেন যত্নসহকারে এবং আরেকটা কপি সেটা কলেজে জমা করতে হবে।
👇👇👇👇👇👇👇👇👇👇👇👇


👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

Renewal link Click Here 






আর্টিকেলটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে আপনার মন্তব্য জানালে এই ওয়েবসাইটের তরফ থেকে আমরা ভীষণ খুশি হব।
[Assignment][recentmag]