
নেতাজী সুভাষ ওপেন ইউনিভার্সিটি তে কিভাবে অভিযোগ জানাবেন তার একটা নিদর্শন দেওয়া হলো।
Netaji Subhas Open University exam form fill up date.
এই অবস্থায় আপনাদেরকে শুধুমাত্র ইউনিভার্সিটি কে মেইল করা ছাড়া আর কোনো উপায় নেই। তাই প্রত্যেক স্টুডেন্টদের কাছে আমার হাম্বল রিকুয়েস্ট, আপনারা এই মুহূর্তে শুধুমাত্র মেইল করুন এই সিস্টেমে। তাহলে 100% কনফার্ম আপনাদের নতুন করে ডেট দেবে।
To
The Controller of Examination.
Netaji Subhash Open University
134/1, Meghnadsaha Sarani, Kol - 700029
বিষয় - Exam Form Fillup এর Date বাড়ানো।
Dear Sir,
আমি আপনার বিশ্ববিদ্যালয়ের "College Name" Study Center এর ছাত্র । আমার Enrollment Number - xxxxxxxxxxxxxxx, প্রথম/দ্বিতীয়/তৃতীয় বর্ষের ছাত্র হইতেছি ।
আপনার কাছে আমার বিনীত নিবেদন এই যে বর্তমান করোনা অতি মহামারিতে আর্থিক সমস্যা কারনে Examination Form Fillup নির্দিষ্ট সময়ের মধ্যে করতে পারিনি, আমার মতো অনেক ছাত্র ফর্ম ফিলআপ করতে পারেনি, তাই যদি Exam Form Fillup এর Date বাড়ানো হয়, তবে আমি এবং আমার মতো অনেক student exam fillup এর সুযোগ পাবে । তাই ছাত্রদের কথা ভেবে Examination Form Fillup এর date বাড়ালে আমরা উপকৃত হতাম ।
অতএব মহাশয় উপরোক্ত বিষয়টি দয়ার্দ্র চিত্রে বিবেচনা করে যাতে exam form fillup এর date বাড়ালে বাধিত থাকিব ।
ইতি
বিনীত আপনার
অনুগত ছাত্র
Name -
Enrollment No
mkmnsou@gmail.com
ciqa@wbnsou.ac.in
এই দুটো ইমেল id তেই সবাই একবার করে ইমেল করবে